সে যে এক সহনশীল
সংগ্রামী নারী;
তাহার যে তুলনা হবে না এ ধরা।
সে যে শুধু আমার মা।


আমি কি পারিব শুধিতে তাহার ঋণ?
আমি কি পারিব তাহার অশ্রুমাখা চোখে
ফুটাতে আলোর ঝলকানি?


তাহার কথা যে আমার
গেঁথেছে মনে;
রেখেছি তাহার আঁচল ধরে।
সে যে শুধু আমার মা।


কত কষ্ট দিয়েছি তাহারে
বুঝিনি যখন নিজে,
তবুও সে হয়নি কারো
আমাকে রেখেছেন ঘিরে।


আমি কি পারিব তাহার অশ্রু শুকাতে?
আমি কি পারিব তাহার দুঃখ ভরা
হৃদয়ে সুখ আনিতে?


নিজের সুখগুলো করিয়া বিলীন
রেখেছেন আমায় ধরে,
আপন সে যে একজনই আছে
পৃথিবী তামাম জুড়ে।
সে যে শুধু আমার মা।