কে আছে এমন আমার মতো
তোমার কথা শুনবে?
আমার মতো তোমার সাথে
কে বলো তারা গুণবে?
তোমার দিকে তাকিয়ে বলি,
'কী দারুণ তোমায় লাগছে!'
আমার মতো এমন করে
কে আর তোমায় ভাবছে?
তোমার চুলের গন্ধ শুকে
আমি পাই যে শান্তি,
এমন করে তোমার মাঝে
কে এমন পাবে শ্রান্তি।
তোমার সকল মন খারাপে
আমি থাকি রোজ,
কে আছে আর আমার মতো
তোমার নিবে খোঁজ?
দিনশেষে রই তোমার হয়ে
তুমি আমার হয়ে থাকবে,
আমি ছাড়া আর কেউ নেই
তোমায় এমন ভাববে।