আমরা দু'জন পাখি হবো
উড়বো রঙিন দেশে,
সন্ধ্যে হলেই ফিরবো নীড়ে
ভুবন দেখার শেষে।

আমরা দু'জন দেখবো ঘুরে
মেঘের সকল জমাট,
মন জুড়িয়ে হাসবো দু'জন
খুলবে সুখের কপাট।

উড়ার মাঝে দেখবো যখন
সাত রঙেরই মেলা,
রঙের মাঝে হারাবো দু'জন
খেলবো হাসির খেলা।

আমরা দু'জন বসবো গিয়ে
সপ্তসাগর চরে,
বলবো কথা নীলের সাথে
নীরব ঢেউয়ের তরে।

আমরা দু'জন হাসবো মিলে
দুঃখ যাবে ভেসে,
তুমি আমি হারাবো যেন
রূপকথারই দেশে।