জায়গায় জায়গায় ভাঙছে বাড়ি
করছে কত লুট,
বাধা দেয় না কেউ কাউকে
থাকছে সবাই চুপ।
এমনি করে নিচ্ছে সুযোগ
দিচ্ছে পাপে ডুব,
শেষ সময়ে আমার ঘরে
দেয় যে সে মুখ।


গরীব - দুঃখী কাকে বলে
জানে না সে রূপ,
যখন যারে পায় যেখানে
কেড়ে নেয় সব সুখ।
গুলি, বন্দুক, খুন্তি, কুঁড়োল
থাকে যে তাহার সাথী,
মুখ খুললেই ফেলে দেয় তার
জিহ্বা সহ সবি।


কে আসিবে রুখতে তাদের
নেই তো কোনো বীর,
সবাই থাকে ঘরে বসে আর
গাইছে কত গীত।
পাড়ার লোকে সবাই বলে
আমরা আছি বীর,
ডাক পড়িলে পালায় সবে
ভয়ে চৌচির।