আমি চাই কেউ একজন আমাকে শাসন করুক।
আমার সকল অগোছালো খুটিনাটিগুলো গুছিয়ে দিক।
আমার দৈনন্দিন অনিয়মগুলোকে খেয়াল রেখে
সেগুলো নিয়মের মধ্যে নিয়ে আসুক।
আমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোর প্রতি ভীষণ যত্নশীল হোক।
আমি চাই কেউ একজন আমাকে এভাবেই ভালোবাসুক।
আমি চাই কেউ একজন আমাকে খারাপ কাজে বারণ করুক।
আমার সকল বদভ্যাসগুলোকে মুছে দিক।
দেরী করে খাওয়াদাওয়া, ঘুমানোর অনিয়ম
সালাতে অলসতা, আমলে কৃপণতা-
সবকিছুকে আমার জীবনে সুসজ্জিত করে দিক।
আমি চাই কেউ একজন আমাকে এভাবেই আগলে রাখুক।
আমি চাই কেউ একজন আমার দায়িত্ব নিক।
আমার পছন্দের খাবার, পছন্দের রং, পছন্দের জামা-
এসবগুলোর প্রতি বিশেষ দায়িত্বশীল হোক।
হুটহাট পছন্দের খাবার রেঁধে চমকে দিক আমায়,
পছন্দের রঙের শাড়ি পরে জিজ্ঞেস করুক 'কেমন লাগছে?'
আমি চাই কেউ একজন আমাকে এভাবেই ভালোবাসুক।
আমি চাই কেউ একজন আমার শিশুসুলভ আচরণকে সহ্য করে নিক।
আমার হাসি, নানান বায়না, অসময়ে গল্প করতে চাওয়া,
গভীর রাতে কবিতা শুনতে চাওয়া,
হঠাৎ করেই রাতের আঁধারে হাঁটতে চাওয়া-
এসব অপ্রিয় অভ্যাসগুলোকে প্রিয় করে নিক।
আমি চাই কেউ একজন আমাকে এভাবেই ভালোবাসুক।