ভুল করা মানুষের স্বাভাবিক ভাই
অপরিহার্য বটেও।
মানুষ বড় সবল হয়,
আবার দুর্বলও বটে।


মানুষ বড় জটিল জীব
সর্বদা চোখ রাখতে হয়,
মানুষ বড় শ্রেষ্ঠ বটে
তবে পরীক্ষা দিতে হয়।


মানুষের জ্ঞান অতি সংকীর্ণ ভাই
সে যেন ভুল করছে তাই।
বিজ্ঞান, ইতিহাস, রাজনীতি আরও
সবই যেন তার হয়েছে বড়।


বেপরোয়া হাঁটলে তবে হবে
অনেক পাপ,
তা জেনেও সে দিচ্ছে তাতে ঝাঁপ!
স্বল্প বিদ্যায় তার ঘুরছে মাথা
কোথায় যাবে সে নিজেও জানে না।


দুঃখ যত আঘাত করে
সুখ আসে ভাই,
ভুল যত করছে মানুষ
শিক্ষা পায় তাই।