চাল, ডাল, চিনি কিনে
খেতে হয় রোজ,
দাম যা বেড়েছে ভাই
টাকার যে নাই খোঁজ।
ভাত নাই কারো ঘরে
ক্ষুধায় পেট জ্বলে,
এভাবে আর কতদিন,
কীভাবে দিন চলে!
মাছের কথা কি বলি আর
যেন সোনার দামে,
কেউ ভাবে না গরীবেরা
কীভাবে যে খাবে!
ডিমের দাম দেখে সবাই
কিনে না আর হালি,
বাজারে গিয়ে বাড়ি এসে
দেখে পকেট খালি।
ছেলে-মেয়ে করে যায়
বাবার কাছে আবদার,
উপায় নেই তার কাছে
তাই তিনি চুপচাপ।
ফল-মূল না পেয়ে
করে যায় চিৎকার,
করার যে নাই কিছু
সয়ে যায় বারবার।
দাম বাড়ার এই গতি
চলে রাত-দিন,
আজকের ভাবনা শুধু
কী হবে আগামী দিন।