ছোট-বড় সবারই মুখে
থাকে এক মন্ত্র,
সারাদিন ঘুমানোর পেতাম
যদি বিরাট এক যন্ত্র।


বইয়ের পাতায় চোখ বুলালে
ঘুম যে আসে হেলেদুলে,
জোড় করে কি হয় পড়া?
ঘুমে আমি দিশেহারা।


কাজ করতে যখন আমি
দিই একটু মনোযোগ,
ঘুমের দল ডেকে বলে
ঘুমাও! এবার পেলে সুযোগ।


সকালবেলা ঘুমে আমায়
ধরে খুব জাপটে!
মা বলে ছেলে আমার
কী জমিদার বাপ রে!


ভালো কাজে নেই আমি
থাকি শুধু ঘুমে,
ঘুম থেকেও জেগে বলি
উফ! ঘুমাই একটু আরামে।