চারিদিকে হৈচৈ নেই কোনো  সস্তি,
রাস্তায় বা গাড়িতে লাগে শুধু কুস্তি।
সূর্যের তাপ পড়ে মাথা হয় হট
যেদিকেই চোখ যায় দেখি শুধু যানজট।


অফিসে যাবে বলে উঠেছিল গাড়িতে
ঘড়ির কাটা চলে রকেটের গতিতে,
গাড়ি তো চলে না মহা এক সংকট
রাস্তায় লেগে আছে বিরাট এক যানজট।


স্কুল বা কলেজে যেতে হয় সকালে
শিশুরাও পড়ে যায় যানজটের কবলে,
ঘন্টা পড়ে যাবে শিশুর মাথায় চিন্তা
বিরক্তি আর বিতৃষ্ণায় কাটে এই দিনটা।


ফটিক ভাই উঠেছে যাবে শশুড়বাড়ি
রাস্তায় লেগে আছে গাড়িদের সারি,
গাড়িতে বসে থেকে রেগে যায় খুব
দিনশেষে শ্বশুরবাড়ি গিয়ে দেয় ডুব।


করিমের প্রাণ যায় হলো শ্বাসকষ্ট
তাড়াতাড়ি যেতে হবে সময় নাহোক নষ্ট।
রাস্তার মোড়ে মোড়ে গাড়ি যায় থেমে
প্রাণ বুঝি যায় এই যানজটের ঘেমে।