জীবন কখনো থেমে থাকে না।
কখনো ধীর, কখনো দ্রুত।
একেবারে মৃত্যুতে গিয়ে
জীবন স্থির হয়।


কোনো যান্ত্রিক বাহন কারো স্পর্শ ছাড়া
স্থির হয়ে যায়।
কিন্তু মানুষের জীবন?
তা কারো স্পর্শ ছাড়াও
চলতে থাকে অনবরত।


জীবনের খারাপ দিনগুলোতে হয়তো
গতি কিছুটা কমে যায়।
কিন্তু থেমে যায় না।
ডানে-বামে, সামনে-পিছে
কোনো সমর্থন না থাকলেও
জীবন থেমে থাকে না।


প্রিয় মানুষ আঘাত দিয়ে চলে গেলেও
জীবনের গতি কমে যায়।
তার আগমনেও আবার
গতি বেড়ে যায়।


স্থির হওয়া জীবনে কখনো
গতি ফিরে আসে না
তখন_ প্রিয় মানুষের আগমনেও
গতি বেড়ে যায়।
দুঃসময় কেটে সুসময় আসলেও
গতি আসে না।


তবে_
আমরা সবাই থেমে যাওয়া পথের
যাত্রী হয়েই বেঁচে আছি।
এতসব আয়োজনের সুতোও
সেদিন ছিঁড়ে পড়বে।


থেমে যায় যখন জীবনের গতি
আসে না আর ফিরে।