এক নামে তাকে সবাই চিনে
পরিচয় তার হাজী,
পুরো মহল্লায় সবাই জানে
ছেলে যে তাহার পাঁজি।


মেয়েগুলো তাহার আল্ট্রা মডার্ন
করে হাজী গর্ব,
এ আবার কেমন হাজী
নাই যে কোনো মর্ম।


হাজীর আছে সুদের কারবার
করে হারাম রুজি,
মানুষকে সে বোকা বানায়
এটাই তাহার পুঁজি।


এমন হাজী চায় না সমাজ
ভিতর যাহার কালো,
এমন হাজী চাইবে সমাজ
যে ছড়াবে আলো।