তুচ্ছ আমি, ক্ষুদ্র আমি
নেই তো বহু বিদ্যা,
যাহা আছে অল্প আমার
করি না কারো নিন্দা।


আপন করি আপন ভাবি
হাসিমুখে বলি কথা,
তবুও যেন ভয় থাকে মনে
না জানি পেল ব্যথা।


নিজেকে আমি ছোট ভাবি সদা
ইহা তো নয় মিথ্যা,
সবার কাছে ঘুরিফিরি আমি
নিই যে তাদের শিক্ষা।


আমিও মানুষ সবার মতই
ভুল করি বারবার,
সবাই আমায় শুধরিয়ে দিন
এই কামনা আমার।