তোমার আগমনে ধরার বুকে ছড়ায় ফুলের সুবাস,
অশান্ত মনে দূর বহুদূরে বয়ে যায় সুখের বাতাস।
আঁধার ভূমি আলোতে ভরে তোমার ছোঁয়া পেয়ে,
এদিক সেদিক পৃথিবী জুড়ে সুখেরা যায় ছেয়ে।


পথহারা পথিকেরা পায় খুঁজে পথের সন্ধান,
মায়ের কোলের শিশুরাও শুনতে পায় আজান।
উঠে যায় সকল মন্দ আবাদ হয় সত্যের,
উঁচু হয় মানবতার বন্ধন ঘটে পরাজয় মিথ্যের।


শত আঘাতে করেছে তোমার শরীর মনে ক্ষত,
অভিশাপ তো দাওনি তুমি করেছো দু'আ অবিরত।
আঘাত করেও আফসোসে তারা ফেটে পড়ে যখন,
হাসিমুখে বুকে নিয়ে তাদের করে নিয়েছো আপন।


তোমার প্রতি হাজার দরূদে আমরা শান্ত করি মন,
তোমার রওজায় মন ছুটে যায় বারবার সারাক্ষণ।
তুমি যে মন কেড়েছো লাখো কোটি প্রাণের,
তুমিই যে কেন্দ্রবিন্দু আমার কবিতার প্রতিটি চরণের।