মা মানে হলো গর্ভে ধরে
         সহ্য করেন যন্ত্রণা,
মা মানে হলো প্রসব ব্যথায়
         টিকে থাকার বাসনা।


মা মানে হলো সন্তানেরই
      পৃথিবীর সেরা আশ্রয়,
মা মানে হলো শত অন্যায়ে
      দেয় যে সদা প্রশ্রয়।


মা মানে হলো শত বায়না
         পূরণ করার পন্থা,
মা মানে হলো আমার কষ্টেও
         কাঁদে যে তার মনটা।


মা মানে হলো বাবার রাগে
         আগলে ধরেন বুকে,
মা মানে হলো আমার হাসিতে
         তিনি থাকেন সুখে।


ছেলে যদি উঠে গো কেঁদে
ধরতে হবে কোলে,
এই ভাবিয়া রাত জাগে যে
তাকেই তো মা বলে।


কখনো যদি হয় গো অসুখ
হয়ে যায় পেরেশানি,
মুখ হতে তার হাসি চলে যায়
তাকেই তো মা জানি।


পৃথিবীতে যত হীরা মুক্তা
সবার আছে দাম,
মা যে আমার সবার সেরা
সবার উর্ধ্বে মান।