আজ আছি কাল থাকবো না,
দুনিয়া তো কিছু বাহানা।
চলছে জীবন চলে যাক,
শুনতে হবে মৃত্যুর ডাক।


যেতে হবে আঁধার ঘরে
রবে না কোনো বাতি,
একলা একা থাকবো পরে
যাবে না কোনো সাথি।


দুনিয়ায় কত আপন স্বজন
থাকবে কি তারা চির জনম?
রবের দিকে আসো ফিরে,
সবই তো তাকে ঘিরে।


কবর কারো শান্তির জায়গা
কারো বা আবার দুখের,
সবাই তো দুনিয়ার আমল
যাবে নিয়ে সাথে।


যার জন্য কাঁদো বসি
সে থাকবে ঘুমিয়ে,
পরকালের জন্য তুমি
কী নিয়ে যাবে কবরে?


ধরার মায়া ত্যাগ করে
মুখটি ফিরাও রবের দিকে,
ক্ষমার দুয়ার আছে খুলে
রবের নিকট আসো ফিরে।


ছোট্ট একটি মাটির ঘরে
থাকবো তবে একাই পরে,
দুনিয়ার সব স্বার্থ ছেড়ে
চলে যাব অন্ধকারে।


থাকতে সময় হিসেব করে
আখিরাতের রুজি করো,
জীবন যদি যায়, চলে যাক
আসবে একদিন মৃত্যুর ডাক।