দেখার আশা!
তা ফুরায় আবার কবে!
সূর্য উঠে হেসে বলে,
আসবে আমার সাথে তবে।
তার কি আর আশা হয়!


সূর্যের আলো ছড়িয়ে দিয়ে
চেতনায় সে বলে,
প্রিয়তমা তোমার কাছে
এসেছে কি চলে?
আমি উত্তর কি দেবো?
পাই নাতো আর খুঁজে।


সূর্যের আলো জুড়িয়ে যাবে
এমনই এক পথে,
বিকেলের ছোঁয়া ডেকে বলে,
এসেছে কি চলে?
এবার কি বলে আগমন জানাই
মিষ্টি বিকেলকে?


মনোরম বইছে বাতাস
বিকেলের ছায়ায়,
তার সাথে উড়ছে আরও
রঙিন প্রজাপতি।
উঁকি মেরে দেখি আমি
আসে সে যদি।


বিকেল ফুরিয়ে সন্ধ্যা ডাকে
পাড়ার সবাই ঘরে ফেরে,
প্রিয়তমার মুখটি তবে
আজও আসেনি আমার ঘরে।


তাঁরায় ভরা আকাশপানে
চেয়ে দেখি আলোর মাঝে,
হাসছে সে যে মনের সুখে।


মনের দ্বারে রেখেছি বেঁধে
ছোট্ট একটি ঘর,
সেই ঘরেরই কপাট খুলে
আসবে রাঙাবতী মন ভুলিয়ে।