জামিনের বুকে শত নেয়ামত দিয়েছো মোদের প্রভু,
শত কালও যদি সেজদায় পরি শুধাবে না ঋণ কভু।
খুঁটিহীন ঐ আকাশ মাঝে উড়ছে কত পাখি,
এসব চিত্র ধরায় দেখিয়া জুড়ায় মোদের আঁখি।


দিনের বেলা রবির আলো, রাতের বেলা চাঁদ,
কত খাবারে দিয়েছো ঢেলে হরেকরকম স্বাদ।
বরষা এলে ফোঁটায় ফোঁটায় জামিনে দাও বৃষ্টি,
কী অপরূপ রহিম তুমি যাহার এত সৃষ্টি!


নদী, সাগর, পুকুরের বুকে দিয়েছো অসীম জল,
তারই মাঝে করছে খেলা নানান মাছের দল।
মাটির বুকে আরও দিয়েছো নানান জাতের ফসল,
তাতেও মোদের পাপের চাকা চলছে অবিচল।


গাছের ডালে সবুজ পাতায় রঙিন হয়েছে ধরা,
চেয়ে দেখি সেই গাছের পাণে ফুলে-ফলে ভরা।
তোমার দেয়া অশেষ হাওয়ায় আছি মোরা বেঁচে,
বন্ধ হবে সকল হাওয়া জীবন তরীর শেষে।


নেয়ামতের শোকর করার দাও গো প্রভু শক্তি,
সকাল-সন্ধ্যা তোমার প্রতি বাড়ে যেন ভক্তি।
তোমার দয়ায় নাও গো ঢেকে অবাধ্য এই নফসকে,
সহজ-সরল ও রহম করো জীবনের অবসানকে।