প্রভাতবেলা সবাই যখন থাকে আরামে
শুরু হয় তার চলা নিত্য রুটিনে।
তার পা ছুটে চলে অজানা কোনো পথে,
দেখা যদি হয় কোনো গমনকারীর সাথে।


চলতে চলতে পথের মাঝে
পায় যদি দেখা,
'মামা' বলে মুচকি হেসে
চড়ায় তার পিছে।


ছুটে চলে উদ্যম ঝড়ে
যেতে হবে বহুদূর,
দিনগুলো তার বহু কঠিন
তবুও হারেনি কোনোদিন।


বৃষ্টি হয়ে ঘাম যে তার
ঝড়ে পড়ে ফোটায় ফোটায়,
এভাবেই সে পরিবারের
খাদ্য-আহার জোগায়।


সন্তানেরা আশায় থাকে বসে
আসবে যখন বাবা,
সাথে আনবে চাল, ডাল আর
আলু, পোটল যা-তা।


কখনো বা হয় না ফেরা
হয়নি রোজগার তেনন,
এমন করেই দিনগুলো তার
কাটে যেমন-তেমন।


পথে ঘাটে বাবুরা কত
দিয়ে যায় গালির থাবা,
ভাবেনি তো কখনো তারা
রিক্সাচালকও তো কারো বাবা।


মানুষ বেশে শিক্ষিত বাবু
অমানুষ আছে যারা,
লক্ষ, কোটি, হাজার গুণ
উত্তম! একজন রিক্সাচালক বাবা।