তার চোখে যে আগুন দেখি
তীব্রতা তার অনেক,
বিদ্রোহ তার রক্তে বহে
এমন আছে জন কয়েক।
অন্যায়কে যে ধ্বংস করে
সত্য তুলে ধরে,
সাহসী কণ্ঠে আওয়াজ তুলে
থামে না কোনো ঝড়ে।
এক হাসনাত থামিয়ে দিতে
শত কুকুরের লড়াই,
সাহসী ছেলে দেশের গরব
এই যে দেশের বড়াই।
এগিয়ে চলো সত্য নিয়ে
তোমারই জয় হবে,
দুমরে মুচড়ে ধ্বংস করো
শান্ত হবে তবে।