কুয়াশাচ্ছন্ন ভোরে চারিদিকে আঁধার
প্রকৃতি নতুন রূপে উঠেছে সেজে,
শহুরে বা গ্রামে সকলের মনে
লেগেছে নতুন হাওয়া শীতের আমেজে।


বিস্তীর্ণ মাঠের সবুজ ঘাসে
শিশির ভেজা নতুন রূপে,
পাখ-পাখালি উঠেছে মেতে
গান গাইছে মনের সুখে।


কৃষকের মুখে ফুটেছে হাসি
আমন ধানের নতুন গন্ধে,
সরিষা ফুলের রঙিন রূপে
মৌমাছিরাও ছুটে চলে ছন্দে।


কুটুম সেজে এসেছে স্বজন
পিঠা-পুলির কত সমাহার,
এক মেঝেতে একসাথে সবে
নানান বাহারে করছে আহার।


এই খুশিতে শিশুরা হাসে
নেই তো পাঠের ঝুম,
সবাই মিলে করছে গপ্পো
পড়ে যায় চড়ুইভাতির ধুম।


শীতের দিনে গাছের পাতা
ঝড়ে পড়ে যায় যেমন,
এই আমেজে মনের দুঃখ
দূর হয়ে যাক তেমন।