আমি চাই,
আপনি বইপ্রেমী হয়ে আসুন।
মাঝেমধ্যে মুখে রাগের ছাপ নিয়ে
আড়াল হয়ে রবেন
একটি ছোট্ট বইয়ের লাইব্রেরি করার জন্য।
আমি চাই,
আপনি ফুল হয়ে ফুলপ্রেমী হয়ে আসুন।
নানান রঙের ফুলের গন্ধে মেতে থাকতে
একটি ফুলের বাগান করার বায়না ধরুন।
আমি চাই,
আপনি আমার মনোযোগী এক পাঠিকা হয়ে আসুন।
সকাল-বিকাল, সন্ধ্যা-রাতে চা হাতে নিয়ে
আমার কবিতা শোনার বায়না ধরুন।
আমি চাই,
পৃথিবীর সকল চাকচিক্য থেকে দূরে সরে,
পৃথিবীর সকল স্রোতের বিপরীতে থেকে,
অনন্য এক সুবাসিত ফুল হয়ে আপনি আসুন।