পড়ালেখা সব যাচ্ছে চলে
বাড়ছে কত ডিমান্ড,
শিশুরা সব দেখছে বসে
পাচ্ছে কত আরাম।
দাদুও যে দেখছে বসে
নানান রঙের খবর,
বয়স যে তার হচ্ছে কত
নিজেও জানে না যেন।


সামাজিকতার নেই পরিচয়
নেই কারো সংশয়,
নগ্নতার সব ভান্ডার নিয়ে
রেখে দিয়েছে সবাই।
শালীনতা সব যাচ্ছে চলে
যাচ্ছে কত ইমান,
দেখো দেখো তাকি দেখো
বাড়ছে তাহার দাম।


সত্য-মিথ্যার মিলছে মেলা
কত যুবক দেখছে খেলা,
কোথায় যাচ্ছে এই যে ধরা
বুঝবে নাতো কেউ তাহারা।
ঘরে ঘরে জ্বলছে আগুন
জীবন দিচ্ছে কত তরুণ!
কেউ জানে না এই কাহিনি,
তবু আমরা নগ্নতা ছাড়িনি।


নাচ-গান দেখছে সবাই
টাকা-পয়সার হচ্ছে বড়াই,
গরীব মরছে পথের পাশে
তাতেই কী যায় আসে!
কত হাজী আছে পাঁজি
ছেলে তাহার ধরছে বাজি,
সেদিকে নাই নজর তাহার
কে শুনে তার গুণের বাহার।


দিন যদি যায় এভাবে আমার
দেশকে দেবো কী উপহার,
নইতো আমি দেশের ছেলে
বলবে সবাই ঘার ফুলিয়ে।