তুমি মানুষ তবে কাঁদছে
মানুষ তোমার পাশে।
তুমি কি যাওনি তাকে
একটু দেখিবারে?


তুমি খাচ্ছো ভুঁড়ি ভরে
সে তো পায় না খাবার।
তুমি দেখেছো কি তাকে
সে ক্ষুধায় মরে?


তুমি যাচ্ছো চলে তাকে
মুখ ফিরিয়ে।
তুমি ভেবেছো কি তাকে
সে কোথায় যাবে?


তুমি চলছো আপন পথে
সে তো পথহারা।
তুমি বুঝেছো কি তাকে
সে যে বেপরোয়া?


তুমি আছো স্বাধীন বেশে
সে তো পরাধীনতে আবদ্ধ।
তুমি চিন্তা করেছো কি তাকে
তার দিন কিভাবে কাটে?