তুমি ভালোবাসোনি।
হেসেছো! মেতেছো!
কথাও ভালোই বলেছ।
আবার চলেও গেলে।


আমাকে অপেক্ষা করতে শিখিয়েছো
তারপর হারিয়ে গেলে।
বলেও যাওনি_
অপেক্ষার ইতি টানবো কিনা।


কত স্বপ্নের কথা বলতে_
আমিও নীরব হয়ে শুনতাম।
আমাকে বুঝতেই দাওনি যে_
তুমি আমাকে ভালোই-বাসোনি।


আপন করার কথা বলে
পর করে গেলে...
অন্তত আমার ভুলটুকু বলে যেতে
শুধরিয়ে নিতাম।


এভাবে চলে গিয়ে
নিজেকে সুখী বানিয়ে নিলে।
এক মুহূর্তও- ভাবলে না
ওপাশের মানুষটি কেমন থাকবে!


আর......এসব
ভাবনা চিন্তার কথা কেনই বা বলছি।
আমার তো এখনও বিশ্বাস করা
উচিত যে_
তুমি আমাকে ভালোবাসোনি।