যেখানে ভালোবাসার নাম করে কেউ চোখ ফিরিয়ে নেয়,
সেখানে আর চোখের জল জমে না থাকুক।
যেখানে প্রতিদিন "তুমি আছো?"
এই প্রশ্নের জবাবে নীরবতা ফেরে,
সেখানে উত্তর চাওয়ার অধিকারও যেন মরে যায়।
অপেক্ষা বড় কষ্টের।
তার চেয়েও কষ্টের হলো
নিজেকে এমন কারো জন্য সংরক্ষিত রাখা,
যে নিজের ইচ্ছেতেই কখনো আসবে না।
উপেক্ষা মানে কেবল অবহেলা নয়,
এ এক ধরণের নিষ্ঠুরতা
যা ধীরে ধীরে হৃদয়ের ফুলকে শুকিয়ে দেয়।
তবু আমরা থাকি
আশার ভেতর নিজেকে প্রতিদিন দগ্ধ করে নিই।
ভেবে নিই আজ না হোক, কাল ফিরবে সে।
একটা নামহীন টান, যেটা কেবল একপাক্ষিক।
যেখানে ভালোবাসা কেবল একমুখী
সেখানে হৃদয় খালি হোক।
কেউ একজন যদি চাইলেই উপেক্ষা করতে পারে,
তবে তুমি কষ্ট পেতে বাধ্য নও।
তোমারও তো অধিকার আছে ভালোবাসা পাওয়ার,
কেউ একজনের চোখে নিজের জন্য উষ্ণতা দেখার।
তাই যেখানে উপেক্ষা, সেখানে অপেক্ষা না হোক।
তুমি নিজেকেই ভালোবাসো।
সেই তো সবচেয়ে বিশ্বস্ত প্রেম।
যে ভালোবাসা তোমাকে ছেড়ে যায় না,
যে অপেক্ষা কোনোদিন তোমাকে প্রতীক্ষায় পোড়ায় না।
যেখানে উপেক্ষা, সেখানে অপেক্ষা না হোক।
ভালোবাসা হোক পারস্পরিক,
যেখানে অনুভবেরও উত্তর আছে,
চাহনিরও প্রতিধ্বনি হয়।
তেমন হৃদয় খুঁজে নিও
যে হৃদয়ে নিজেকে হারাবে না
বরং বাঁচতে শিখবে।