তোমারও দীর্ঘ স্বপ্নের নিস্তব্ধ পথের
পথিক হয়ে আমি আছি।
যে পথের সীমানার কাছে
তুমি আমি মিলে বাঁচি।
যে পথে তোমার স্মরনে
আমারই আনাগোনা,
চরণ ফেলে খুঁজে দেখো
মেলে তোমার চোখ দু'খানা।


তোমার সাজানো প্রেমের শহরে
আমি হাঁটি প্রেমের খোঁজে।
যে শহরের মুক্ত বাতাসে
তুমি আমি থাকবো পাশে।
যে শহরে তোমার আঁকা
আমার প্রেমের রংধনু,
ছড়াবো তোমার শহরজুড়ে
হাসবে তোমার তনু।


তোমারও সুখের ঢেউয়ের সাগরে
আমি উড়াই পাল।
যে সাগরের বিশুদ্ধ জলে
তোমার আমার হৃদয়ও উতাল।
যে সাগরের তোমারও আঁচলের
প্রতিটি পানির ফোঁটায়,
আমারও বুকের মধ্যখানে
প্রেমেরও বাতাস জোগায়।


তোমার সেই স্বপ্নের ধরায়
আমিই চরণ ফেলি।
যে ধরার প্রতিটি পাড়ায়
তুমি আমি ছবি আঁকি।
যে ধরায় তোমারও ছায়ার
স্বপ্ন আমি দেখি,
দূরে থেকেও তোমার প্রেমের
ছবি আমি মনে আঁকি।