একটি মাত্র স্বপ্ন
অথচ না পাওয়ার ভয় তাড়া করে
প্রভাতের আলোয় প্রতিদিন
প্রিয়জন আর ফিরবে না এই ভেবে
হৃদয় মন ছুটে যায় অজানা গন্তব্যে তার
স্বপ্নের গতি তখন ধূমকেতুর মত
পাড়ি দেয় গ্রহ থেকে নক্ষত্র মাঝে
অতঃপর স্বপ্নের সমাধি রচিত
ভয়ংকর কোন এক কৃষ্ণগহ্বরে
সান্ত্বনা ফিরে আসে উত্তপ্ত হৃদয়ে
মহাকাশের বুক চিরে
একটি প্রশান্তির ছোঁয়া দিতে
আত্মা তবুও ছুটে যায় পরলোকে
কষ্টের শেষ সীমান্ত পাড়ি দিয়ে
প্রকৃতির বুক ভেঙ্গে নিরব নিস্তব্দে