কৃপনতা যখন ধনবানদের হৃদয়ে হানা দেয়
দারিদ্র সেই সমাজকে শুধু খোজে বেড়ায়।
অলসতা যখন দারিদ্রদের সঙ্গী হয়  
কুচিন্তা তাদের হৃদয় প্রদেশে বাসা বাধে।
বিলাসিতা যখন জ্ঞানবানদের অভ্যাস হয়
সৃষ্টিশীল চিন্তায় তখন তারা অযোগ্য হয়।
পাপ যখন আনন্দের বাহন হয়
হৃদয় মন তখন আবেগ-অনুভুতি হারায়।
অজ্ঞতা যেখানে সম্মানের প্রতীক হয়
মূর্খ তখন প্রজ্ঞাবানদের প্রভু হয়ে যায় !
আর এভাবে একটি সমাজ একটি সভ্যতা
তার প্রাণশক্তিকে হারায়।
পশ্চাদপদ সেই সভ্যতার মানুষ ভাবতে থাকে
তাদের সমাজ সভ্যতা বুঝি এগিয়ে যায় !