আমার কোন প্রতীক্ষার প্রহর নেই তাই
শুধু কিছু স্বপ্ন হৃদয় আরণ্যে নিদ্রায় আজ মগ্ন।
আমার নেই কিছু হারানোর ভয়
নিঃসঙ্গতার কোন যন্ত্রনা তাই অনুভবে নেই।
আমার স্বপ্নগুলো জেগে উঠবে এই ভেবে
আকাংখাগুলো কবর দেই প্রতিদিন
ঊষার আলোয় উজ্জল কোন প্রভাতে।
আর কবর দেই রক্ত মাখা হৃদয়ে
রজনীর গভীরে স্বপ্নগুলো যখন ফিরে আসে।  
আমার একটি আখিজল ছিল বসন্তের দিনে
স্বপ্নগুলো তখন হাতছানি দিয়ে ডাকতো
রোদেলা দুপুরে বা ঝলমলে কোন বিকেলে।  
অন্য একটি পাথর চোখ যেখানে অশ্রু নেই
সেই রক্তাক্ত হৃদয়টিও আজ ক্লান্ত
শত রজনীর নিরব কান্না যার সঙ্গী ছিল।
কষ্টের এই শেষ সীমান্তে দাড়িয়ে তবুও আজ
আমি বেচে একটি আশাহত হৃদয় নিয়ে।