ভিন্ন গুনের বাংলা


মো ঃ মামুন মোল্যা


আমার প্রিয় হে জন্মভূমি আমার প্রিয় বাংলাদেশ,
তুমি খোদার মহান দান দখল করি সর্বশেষ।


সাঁঝের বেলা গাছের ডালে পাখ-পাখালি হাঁকে,
গভীর রাতে ফুলের গন্ধ হাওয়া ভেসে ডাকে।


তেরোশ নদী চলছে বয়ে মোর গুনের বাংলায়,
জালিক ভাই ধরছে মীন সারা বাংলায় ছাড়াই।


রাতে জোনাকি আলো ছড়াই ঝোপ ঝাড়েতে ভাই,
ঝিঁঝিঁ বাজাই আনন্দে বাঁশি মানুষ ঘুমে যায়।


ভর দুপুরে গরু মহিষ হিজল গাছের তলে,
রাখাল বসে বাজায় বাঁশি বেদনা ভুলার ছলে।


আমার দেশে ছয় যে ঋতু চলছে বারো মাস,
সকাল বেলা বিকাল বেলা চাষারা করে চাষ।


সোনার কায়া অঙ্গার করে ফলায় কত ফসল,
আমরা সবে ভর করেছি অন্ন বাঁচার সম্বল।


ভিন্ন বাংলার বিভিন্ন রূপ করছো কত দান
সৌভাগ্যবান য যদি পাই তোমার বুকে স্থান।