কবিতা


মহান নেতার অবদান


মো ঃ মামুন মোল্যা


অসহায় বাঙ্গালি জাতির হাজার বছরের স্বপ্ন দিলে,
বঙ্গোপ জয়েন্দ্রের মত একজন জন্ম নেয় বীর ছেলে।


সাত কোটি বাঙ্গালির ফরিয়াদ আল্লাহ করিল কবুল,
সেই বীর বাঙ্গালি শেখ মুজিব বাংলার প্রাণ হয়ে আসিল।


আটচল্লিশ সালে রাষ্ট্র-ভাষার দাবিতে গ্রেফতার হন,
সাতই মার্চের ভাষণ স্বাধীনতার দিক করে বহন।


পঁচিশ মার্চ রাতে স্বাধীনতা ঘোষণা দিয়ে ছিল বিদায়,
বাঙ্গালি মুক্তির নেশায় দলে দলে রাজ পথে নেমে যায়।


পাকির কাছে নোয়ায়নি শির বঙ্গ বীর যুদ্ধ করে যায়
বাঙ্গালি ত্রিশ লক্ষ প্রাণ দুই লক্ষ মা বোন মান হারায়।


ষোলই ডিসেম্বর বাঙ্গালি জাতি,স্বাধীন বাংলাদেশ পায়,
লাল সবুজের নিশান বাঙ্গালির হর্ষের সিমা কোথায়?


বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ সন্তান তুমি নেতা মহা গুনে গুনি,
শেখ হাসিনার মত রেখে গেছো একজন সোনার মণি।