জন প্রীতির হিরো আলম


মো ঃ মামুন মোল্যা


বি এ, এম এ, ডিগ্রি ধারি,
কলম ধরে মারছে খোঁচা দেশের বক্ষে ক্ষত


ঝরছে রক্ত ফুটায় ফুটায়, দেহ পচে ঝরছে পানি পুঁজ  অবিরত,
জ্ঞানীদের একটা বুঝ,নিজের জন্য অর্থ খোঁজ,
দেশ কি হবে তোরা বোঝ? আমরা বুঝি নিজের বুঝ।


দেখতে দেখতে কত বছর,
মুক্ত গগন রইল ঢাকা,
কালো মেঘের গহীন ঘরে,


শিক্ষা দিয়ে হল নারে চোরের দেশ আর আবাদী,
চাষাভুষা মূর্খ জনের হাল ধরেছে  নেতা তাদের হিরো আলম তোদের শিক্ষা দিতে।


লেখা ২৬-১-২৩