যদি থাকো পথ চেয়ে


মো মামুন মোল্যা


এই চোখের ভাষা যদি তুমি পড়তে পারো,
এই মনের ভাষা যদি তুমি বুঝতে পারো,
এই মুখের হাসি যদি তুমি তুলে রাখতে পারো,
তবে কি তুমি আমার পথ চেয়ে রবে?


এই উন্মাদ চিত্ত কখনো স্বপ্নেও ভাবেনা!


যদি তুমি আষাঢ়ের নীল আকাশ দেখে থাকো,
দেখবে,
ধূসর কালো মেঘ কখনো কখনো আড়াল করে রাখে ;


তার অগোচরে ভীষণ উথালপাতাল ঝড় উঠে,  
সে জানতেও পারেনা কি হচ্ছে তার আড়ালে;


পাখিরা নীড় হারা হয়ে,
শূন্য আকাশে বুক ভরা দুঃখ নিয়ে ডানা মেলে উড়ে বেড়ায়,


মেঘ হারিয়ে যায়, যেন দূর অজানায়!


বেদনা ভরা প্রকৃতি কে,
আপন করে বুকে টেনে শত শান্তনা দেয়,


মন পাখি, তুমি কি পারবে? নীল আকাশ হতে!
যদি পারো তবে তোমার কল্পনার বাঁধনের মিলন মেলা মিলবে মধুর ক্ষণে।