ফলের সন্ধানে


মো ঃ মামুন মোল্যা


শুক্রাণু হয়ে জীবন যুদ্ধে মায়ের গর্ভে করছে আসন,
দীর্ঘ গহীন এঁদো ছেড়ে ভূমিষ্ঠ হতে করছে শোষণ।


উদর ভরতে ছুটছে তারা অজানার সন্ধানে,
কঠোর প্রয়াসে জঠর দাহ কমছে কিছু ক্ষণে ।
এই সাধনা করতে করতে কত শত যুগ লয়,
প্রসন্নতার মোহনা পেতে পেতে জীবন হল ক্ষয়।


মহা বিশ্বে যুগে যুগে ত্যাগী মানুষ করে গেছে রণ,
ক্ষুধার প্রখর যন্ত্রণা লয় করে রেখে গেছে তৃপ্ত ক্ষণ।


আজ-ও তাঁরা কিছু বেঁচে আছে দীপ তম নিয়ে,
তীব্র তিমিরে ডুবে প্রভা ছড়াই সোনার জীবন দিয়ে।


খোঁজ রাখে না এই জগতে মহা গুণী সাধক দের,
খবর রাখে সতত কি কি কর্ম রেখে গেছে ক্ষুধার্ত দের।


লেখা ৪-১২-২২