একুশ ছেলেটির চেতনায়


মো: মামুন মোল্যা


শেষ শীতের হিম-শীতল কামড়
ক্ষত-বিক্ষত করে হাড় গোড়;
চামড়া ছিঁড়ে-ফেটে হয় চৌচির!
হাওয়ার দিক ঘুরতে রুগ্ন প্রকৃতি,
হয়ে ওঠে সবুজ সতেজ।
বসন্ত বাসন্তিকে পাখির সুমিষ্ট কণ্ঠে
করে মত্ত!
হরেক রকম পুষ্প চরণে লুটিত।
রক্তাক্ত পুষ্প একুশ স্মৃতির আঘাতে,
সাগর নদী চোখের জলে তুফান।


লেখা ১৬-২-২৩