ঝরা পাপড়ির প্রত্যাশায়


মো: মামুন মোল্যা


তবুও সমুদ্রের বুকে ভীষণ ঢেউ ওঠে
বানের জলে তীর ভেঙ্গে চুরে হাসে।
সমুদ্রের যৌবনে ধীরে ধীরে নদী খাল বিল
ছুটে আসে, ভরা যৌবনে উত্তপ্ত মানুষও।
পূর্ব গগনের সূর্যোদয় হতে প্রত্যাশায় থেকেও
প্রীতির জালে বাঁধে না কভু
তবুও চিত্ত স্নিগ্ধ হবে দাঁড়িয়ে আছে কিন্তু
পিছে পিছে ছোটে যেন স্মৃতি ভাদ্রের রৌদ্র।
শ্রাবণের আকাশে স্নিগ্ধ জ্যোৎস্নায় এক ঝলক
ঝরেছিল পুষ্পের হাসি মেখেছে হৃদয়ের চোখে।
হাবুডুবু খায় হতাশার সমুদ্রে
তবুও এক বিন্দু স্মৃতি নিয়ে ইতিহাস সাক্ষি


প্রেমিক যুগ যুগ ধরে নিজেকে বাঁচিয়ে রাখে । এ প্রত্যাশা যেন যাযাবর !