প্রিয়তমা


মোঃ ঃ মামুন মোল্যা


তোমার ভিতর ভীষণ রূপ তৃষ্ণায় টলমল!


তোমার ভীষণ ক্ষমতা;


তুমি শত জন কে,


ভক্ত করে রক্ত ঝরিয়ে নিস্তেজ করতে পারো;


হয়তো বা ভক্ত ছিল,হয়তো বা এখনো আছে;


কাউকে হয়তো বা ভক্ত করে রেখেছো কিংবা রক্ত ও ঝরিয়েছ;


হয়তো বা কেউ নেশাগ্রস্ত হয়ে আবোল তাবোল বকে ।


সত্যি হতে ও পারে, না ও হতে পারে কিন্তু আমি এসব কিছু স্বপ্ন দেখি না।


স্বপ্ন দেখি ঈগল যেমন ঝড় ঝাঁপটা এড়িয়ে চলে আপন মোহনায়;


তুমি ঠিক তেমন সব এড়িয়ে আসবে মম মোহনায়।


তোমার হৃদয়ে ঠাঁই দিলে প্রেম হীন জীবন,


নীল রাজ্যের শুভ্র মেঘের খণ্ড খসিয়ে প্রেমের মহল করে দিব তোমায়।


থাকবে না কোন কোলাহল,থাকবে না কোন হারানোর সংশয়,


সব ক্ষমতা বিরাজ করে তোমার মাঝে প্রিয়তমা


আমার প্রেমের তরী বাইতে আছে কি গো সংশয় ভেবে বলো না ?