চৈত্রের দিনে


মো ঃ মামুন মোল্যা


চৈত্রের আগমনে সূর্য হাসে
গরম হাওয়া বয়,
দূর আকাশে কালো মেঘ
করছে হাই হাই।


মাঠ ভরা সবুজ ধানে
চাষির মুখে হাসি,
ঘাস ফড়িং উড়ছে মাঠে
শালিক ধরে ঠাসি।


ঝড় ছেড়েছে আম পড়েছে
তলায় হুড়াহুড়ি,
বুড়ি বসে কেঁদে মরে
ভেঙেছে তার বাড়ি।


লেখ ১-৪-২৩