আমাদের বন্ধু পাখি
মো ঃ মামুন মোল্যা


সবুজ বাংলায় নানা পাখি
করছে বসবাস,
তাদের গুণের নামটি এখন
করে দিব ফাঁস।
দোয়েল মোদের ছোট্ট পাখি
আঙ্গিনাতে বাসা,
মিষ্টি সুরে গান শুনিয়া
পুরাই মনের আশা।
কোয়েল মোদের কালো পাখি
দেহ ভরা গুণ,
সুরেলা কণ্ঠ আসলে কানে
ভরে যায় মন।
চুড়ুই মোদের ছোট্ট পাখি
পরের বাড়ি বাস,
চাষির হাসি পোকামাকড়
খেয়ে করে শেষ।
ডুমুর গাছে চিকন ডালে
টুনটুনি টুই করে,
এ ডাল ও ডাল লেজ নাড়িয়ে
পোকামাকড় ধরে।
বুলবুলি বড্ড চালাক
ফল পোকা খায়,
মক ডালে বসে বসে
ঝুঁটি ফোলায়।
ফিঙে মোদের সবার চেনা
পাখির মধ্যে রাজা,
খেতে নানা উড়া পোকা
ধরে দেয় সাজা।


লেখা ১-৪-২৩