শূন্য


মো: মামুন মোল্যা


দল আছে বল আছে


হাতে নেই টাকা,


দশ জাগা চাঁদা বাজী


এক জাগা ফাঁকা।


প্রতি গায়ে দুটি নেতা


লোকে বলে পাতি,


এদের কিছু টাকা দিলে


পায় ক্ষমতার গতি।


ক্ষমতার গতি পেয়ে হাতে


চোষে জনতার রক্ত,


পত্র-পত্রিকায় দেখছি কত


তথ্য আছে শক্ত।


দেখছে তাদের আসল রূপ


ক্ষমতার দাপটে,


পিছন ফিরে চেয়ে দেখে


জনতা নেই সাপটে।


লেখা ৪-৫-২৩