কে সে নিন্দুক


মো মামুন মোল্যা


লেখা ২০-৩-২১


শত হাজার জনে বলে হে কবি?


সেই সব নিয়ে কভুও ভাবিনি!


হঠাৎ পেছন থেকে ডাকছে কে যেন?


ফিরে দেখি সে-ই!


যে বলতো আগে বড্ড ঠাট্টাচ্ছ্বলে;


তুই নাকি কবি?


তার-ই আজ নিশ্চয়তার প্রশ্ন!


সত্যিই কি তুই কবি ?


চারিদিকে কত তোর কীর্তন,


বাদ নেই ফেসবুক-গুগলও।


খবরের কাগজ কিংবা পাড়ার আড্ডায়


বলে স'বে তুই এখন মস্ত কবি।


ওহে মশাই তো বেশ ভাবে আছো?


তোকেই শুধায়!


কোন মন্ত্রে হতে পারে কবি?


বলতে পারলে দেখবো তোরে নয়ন মেলে,


কিংবা হারিয়ে যাবো কল্পনায়;


রং মাখানো চিত্ত দিয়ে


শত উপমা নিবো কুড়িয়ে,


শব্দে শব্দে সঙ্গম হবে


তোকে স'বে কবিতায় পাবে :


হৃদয়ে কি ঠাঁই পাঠক দিবে?


নাকি জানতে চাই;


কোটি কোটি ভক্ত কবির শক্ত হাতে'
কে সে? কে সে? কে সে অধি নিন্দুক?