একটি ফুলের তরে ৷
আহব্বান মুলক একটি সনেট কবিতা ৷


শত বছরের, শত সাধনার পরে,
রুধি পলে ভরা, নদীকে বির্দীনে মেলে?
অজস্র যাতনা, মন থেকে দুর করে,
ফুটিলো এ ফুল, সোনালীর দেহ কোলে।
শহীদের রুধি, এই পৃথিবীর তরে,
শ্রেষ্ঠ খ্যাতি হলো, অনন্ত অনাদি কালে,
হবে না তো শোধ, শহীদের রুধি জলে,
শহীদেরা সব, পৃথিবীতে শ্রেষ্ঠ বীরে।


শহীদের স্বপ্ন, আমরা রাখবো ধরে,
দিবোনা হতেই,ধ্বংসাক্ত কোন কিছুতে।
দরকার হলে, শত্রুকে চিহ্নিত করে,
চ্যুত করে দিবো,পরকালের জগতে।
প্রয়োজন হলে, দিবো তাজা রক্ত ক্ষরে,
তবুও রাখবো, এই বঙ্গে মাতৃ গীতে।