গণতন্ত্র কি আমাদের জন্য কল্যাণকর?
ছন্দ অক্ষরবৃত্ত মুক্তক রীতি ৷


বিশ্ব থেকে সব তন্ত্র বিতাড়িত করে
আনলো বিশ্বের বুকে গণতন্ত্র,
ভাবলো তারা এবার বুঝি বিশ্বের ভুবনে  
হবে শান্তির শাসনতন্ত্র ৷


ভাবনা তাদের সার্থক হলো কি?
তোমরাই ভেবে ফলাফল বলো?
আমি না হয় না বললাম
দেশ বিদেশের প্রেক্ষাপট থেকে বিশৃঙ্খলা গুলো ৷


তবুও কিছু বর্ণনা করি
বর্তমান সময়ের প্রেক্ষাপট থেকে
এখনো কত অন্যায় অবিচার
রাহাজানি চাঁদাবাজি শোষণ পীড়ন নিপীড়ন
চলে যাচ্ছে সারা ভুবনের মাঝে,
এখনো কত জুলুম অত্যাচার
খুন গুম হত্যা ভাঙচুর হরতাল সহিংসতা
দুর্নীতি দুষ্কৃতি সন্ত্রাসী ডাকাতি
চলে যাচ্ছে সারা ভুবনের মানচিত্রে ৷


গণতন্ত্রের কোন আইন পারছে না
সেসব অনীতি গুলো সমাজ থেকে ভুবন থেকে
দূরীভূত করে দিতে,
প্রত্যেকেই শোঁক বেদনার বিরহী কান্নাতে
অবিরাম  জ্বলে পুড়ে যাচ্ছে তিলে তিলে ৷


এমন গণতন্ত্র দিয়ে কি?
দেশ জাতি বিশ্বের প্রান্তরে
শান্তি প্রতিষ্ঠা কখনো হবে?
আমি দেখতেছি দিনে দিনে দেশ জাতি বিশ্ব
ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে ৷


এমন তন্ত্রকে বিতাড়িত করে দিতে হবে
দেশ রাষ্ট্র বিশ্বের সকল স্থান থেকে,
এ বিতাড়িত করার লক্ষে আমাদের সবাইকে
নেমে আসতে হবে প্রান্তরে ৷


এমন তন্ত্রকে বিতাড়িত করে প্রতিষ্ঠা করতে হবে
সৃষ্টিকর্তার নাজিলকৃত তন্ত্র,
তবেই বিশ্বের মাঝে শান্তি সমতা প্রতিষ্ঠা হবে
বাধবেনা আর কোন জাতির সাথে সংঘর্ষ ৷


সৃষ্টিকর্তার তন্ত্র ব্যতীত অন্য কোন তন্ত্র পারবেনা
বিশ্বের ভুবনে শান্তি ফিরিয়ে আনিতে,
হয়তো বা সারা ভুবনের কিছু মহোদয় মানবেনা
আমার এ গবেষণা কৃত বাক্য কাব্যটাকে ৷


তবে এ কথাই চিরন্তন সত্য
দেশ জাতি উন্নতি শান্তির লক্ষে,
সৃষ্টিকর্তার তন্ত্র ব্যতীত অন্য কোন তন্ত্র পারবেনা
বিশ্বের ভুবনে শান্তি প্রতিষ্ঠা করতে  ৷