হরেক রং, হরেক ঢং
ধরে নিত্য নতুন ভং।
কাছে আছে চায় না
দূরের টা তো পায় না।
যতই ভরি সবেশুন্য, হয়না পূর্ণ
অল্প আঘাতেই হয় চূর্ণ।
এক আজব রং চেনা যায় না
আহারে শুধুই চাই, চাই বায়না।
ধরা যায়না, ছোঁয়া যায়না
ছলচাতুরির প্রতিবিম্ব আয়না।
মন সাজতে মনের মত রং পায় না
মনে ধরলে রং সহজে যায় না।
লেখার তারিখ : ৫/১০/ ২০২৩ ইং