চাই না হতে আমি আবেগে আপ্লুত
কারণ আবেগ তো সবকিছু নয়,
আবেগের সময়টা ফুরিয়ে গেলে
আমি যেন বাস্তবকে করতে পারি জয়।
চাই না হতে আমি ভ্রান্ত পথিক
কল্পনায় না আমি ভাসি,
অভিজ্ঞতার পাল্লা ভারী হলেই
আমি শুধু বাস্তবকেই ভালোবাসি।
পারি না রুখতে আবেগের ঢেউ
হয়ে যাই আমি কাবু,
হৃদয়ের মাঝে বন্যার তাণ্ডব
খাই শুধু হাবুডুবু।
যদিও চলি আমি বাস্তবের রাস্তায়
জীবনকে বুঝতে চাই,
আবেগের দ্বার রুদ্ধ করে
কেউ পার করেনি জীবন তাই।
আবেগ ছাড়া আছে জীবন
পাওয়া তো মুশকিল ভাই,
অনেক ইচ্ছের পসরা সাজিয়ে
আমি জীবনকে গড়তে চাই।