আমি প্রতিদিন ভাবি ভালো হব,
প্রতিদিন ভাবি, ছেড়ে দেব
সকল অন্যায়, অত্যাচার ও
মানুষকে কষ্ট দেওয়ার সকল
নৈতিকতা বিবর্জিত পথ।
ছেড়ে দেব মানুষের প্রতি
জুলুম ও অপকর্মের
সকল নোংরামির পদচিহ্ন।
কিন্তু পারি না,
পারি না জঙ্গম দাসত্বের শৃঙ্খল হতে
নিজের বিবেককে উদ্ধার করতে,
পারি না সত্যের আলোয়
নিজের বিবেককে উদ্ভাসিত
করতে, একটু মানুষ
হওয়ার চেষ্টা করতে।
জানি কলুষিত আমি,
নির্লজ্জ আমি,
আস্তাকুঁড়ের ময়লা আমি,
উনড়বয়নের পথে বাধা আমি,
তবুও আমি থেমে নেই,
লড়ে যাই সগৌরবে,
বিরামহীন নদীর ন্যায়
আমার চলার গতি।
আমি জানি একদিন জ্যোতির্ময়
আলোর বিচ্ছুরণে আমার
বিবেকের দ্বার খুলে যাবে,
ছিঁড়ে যাবে সকল অনাহূত বন্ধন,
লোভ-লালসার দুর্গ নিশ্চিহ্ন
হয়ে যাবে চিরতরে।
সেদিনই আমি ভালো হব
সম্পূর্ণ ভালো হব
মানুষের জন্য ভালো হব,
মানুষ ও মানবতার সেবক হব।