গোধূলির শেষ আলোটুকু ছুঁয়ে
গিয়েছিল আমার মনকে গভীরে,
ঘোর অন্ধকারে মনের মুকুরে
লুকিয়ে থাকা স্বপ্নগুলো হঠাৎ
ডানা ঝাপটা দিয়ে উঠেছিল।
গভীর ভাবনায় সময়ের প্রহরগুলো
কেটে যায় একটু একটু করে।
রাতের কোলজুড়ে জোছনা নামে
লক্ষ্য করি আকাশপানে,
চাঁদের বুকে লুকায়িত শীর্ণ কালো ছায়া
আমার মনে জন্ম দিয়েছিল প্রেরণার খনি।
সেই থেকে পথচলা শুরু
থেমে নেই আমি
আমাজনের মতোই আমার গতি
তবু আমি দান করি নীলনদের ন্যায়
নিজেকে মানুষের দ্বারে দ্বারে সময়ে
অসময়ে একনাগাড়ে।
ক্লান্ত বটে
তবুও
উজ্জীবিত আমি,
অনুপ্রাণিত আমি,
ঋদ্ধ আমি,
ঈশ্বরের বরে আশীর্বাদপ্রাপ্ত সাধক আমি।
আমিই দিয়েছি আশা মানুষকে
করিনি কোনোদিন হতাশ।
আমরাই নেব জন্ম বারে বারে
দেব বিশ্বকে স্বর্গীয় সুবাস।
মহাকালের পাতায় স্বর্ণাক্ষরে
হবে লেখা আমাদেরই নাম।
আমরাই দেব বিশ্বকে উজাড় করে
রাখব শুধুই ভালোবাসার দাম।