আমি কোনোদিন বিষণ্নতায় ভুগি না,
আমি দুঃখের সাগরে হাবুডুবু খেয়ে
ধৈর্যহারা হই না।
আমি ধরেছি জীবনের হাল
ঝড়-ঝাপটা আসুক যতই
আমি হইনিকো একটুও নাকাল।
বিষাদসিন্ধুর স্রোতে কখনও
ভেসে গিয়েছি ক্ষণিকের তরে,
ঈশ্বরের কৃপায় বেড়েছে সাহস
পেয়েছি খুঁজে নিজেকে নতুন করে।
বিবেকের বলে বলীয়ান আমি
আপস করি না অন্যায়ের সাথে,
পরোয়া করি না ভয় ও ভীতির
যতই আসুক নেমে জীবনের পথে পথে।
আমি হতে চাই নতুন সূর্য
ভরাব আলোয় ভুবন।
কে আছে আমাকে রুখবে বল
করুক চেষ্টা প্রাণপণ।
আমি জেনেছি সত্যের পূজা
বিরল এ জগতে হায়!
কল্যাণ চায় মুক্তি চায়
মানুষ যে বড় অসহায়।
যদি থাকি আমি মানুষের পাশে
মানুষকে ভালোবেসে চিরদিন,
মানবজন্ম সার্থক হবে বটে
পারব কি শোধ দিতে কিছু ঋণ?