ক্ষমতার মোহে নয়
নয় অর্থের প্রলোভনে
চাই আমি জীবন জীবিকা
একটু বেঁচে থাকতে সম্মানে।
হেঁটেছি জীবনের অনেকটা পথ
তবুও হইনি আমি ক্লান্ত
তিমির রাত্রিতেও হইনি নাকাল
যৌবনের পৌরুষদীপ্ত তেজে
আমি নই ভারাক্রান্ত।
সত্যের পূজারি আমি,
সুন্দরের পূজারি আমি,
বিবেকের কান্ডারী আমি,
আলোকভুবনের চাবিকাঠি হাতে
মানুষকে হাতছানি দিয়ে ডাকা
সত্যদ্রষ্টা পুরুষ আমি।
আমি ছাড়িনি কখনও হাল
জীবনের তরে সম্মান খুঁজি
জীবিকার খোঁজে নয় বেসামাল।
আজও স্বপ্ন দেখি
মানুষের মতো বাঁচব সম্মানে
হব নাকো কোনোদিন কাঙাল।
২৬/০৫/১৯, ঢাকা