ভেবেছিলাম একদিন হারিয়ে যাব চিরতরে
হবে না বলা যা-কিছু ছিল আমার মনের মাঝারে।
আমিও হয়েছিলাম ব্যাকুল সেদিন তোমায় দেখে
হঠাৎ হয়েছিলাম শিহরিত মনে ভালোবাসার রঙ মেখে।
তোমায় নিয়ে সর্বদাই মনে চলত কল্পনার খেলা
সারারাত জেগে আমার ভাবনায় বসত এক আশ্চর্য মেলা।
অনেক ইচ্ছের পসরা সাজিয়ে মন হেসে হতো কুটিকুটি
এলোমেলো ভাবনাগুলো নিজেদের মধ্যে বাঁধিয়ে দিত যত খুনসুটি।
তোমাকে নিয়ে স্বপ্নে আমি হারিয়েছি ঐ যে দূরে বনে
তোমার মনোমোহিনী রূপের মাঝে আমি বিলীন হয়েছি সঙ্গোপনে।
কেমন যেন দুরুদুরু বুক কাঁপত সামনে তোমায় দেখে
চেয়েছি অনেক বলতে তোমায় ভয়ে মনটা উঠত শুধু কেঁপে।
বছর বিশেক আগে হারিয়ে তোমায় আজ মনে উঠেছে বড় জ্বালা
অব্যক্ত প্রেম কুঁড়িতেই থেকেছে মেলে ধরেনি পেখমমালা।
জানেনি সে কোনোদিন আমাকে কত পবিত্র ছিল আমার ভালোবাসা
কালের চোরাবালিতে অনেক আগেই হারিয়েছে মনে ছিল যত আশা।